আওয়ার ইসলাম: আওয়ামী লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে নির্ধারিত সময়ে আওয়ামী লীগের কাউন্সিল। এখনো নয় মাস বাকি। এর আগে কোনো কাউন্সিল হবে না।’
বিএনপির সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।’
কেপি