আওয়ার ইসলাম: ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের ছয়দিন পর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে রাধানগর ইউনিয়নে সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়ালে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। পুলিশ ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
হত্যাকান্ড বিষয়ে পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এখনো হত্যার কারণ জানা যায়নি তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবুল কালামের স্ত্রী রেখা আক্তার ও ছেলে হাসানকে থানায় নেয়া হয়েছে।
এএ