আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ বৃহস্পতিবার অপুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের বরাতে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তে অপুকে ১০ দিনের রিমান্ড নেওয়ার জন্য আদালতে আবেদন জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ‘র (সিআইডি) পরিদর্শক আশরাফুল ইসলাম।
অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান, অপু অসুস্থ থাকায় বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সুস্থ হলে রিমান্ডে নেয়া হবে।
মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
৪ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তাকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা। অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন। গ্রেফতারের পর তিনি সেখানেই র্যাবের প্রহরায় চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায়।
-এটি