আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণবিরোধী কাজ করে নিজেদের শক্তি হারিয়ে এখন পুলিশের ওপর নির্ভর করছে আওয়ামী লীগ।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ একটি পুরোনো রাজনৈতিক দল আমরা এটা বলছি। কিন্তু গণবিরোধী কার্যক্রম করলে নিজেদের ভিতরের যে শক্তি নষ্ট হয়ে যায়। আপনাদের শক্তি ও ভীত নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, আপনারা আপনাদের শক্তি হারিয়েছেন বলেই পুলিশের ওপর নির্ভর করেছেন, র্যাবের ওপর নির্ভর করেছেন, বিজিবির ওপর নির্ভর করেছেন।
আরআর