রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


মাওলানা সাদ ইস্যুতে ১৫ জানুয়ারি দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৫ জানুয়ারি দেওবন্দ সফরে যাচ্ছেন একটি প্রতিনিধি দল। এছাড়া পূর্ব নির্ধারিত তারিখে বিশ্ব ইজতেমা হচ্ছে না বলে জানা গেছে।

রোববার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষকে নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত আম্বরশাহ মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম আওয়ার ইসলামকে বলেন, বিশ্ব ইজতেমা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে উভয়পক্ষকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি জানান, আগামী ১৫ তারিখ একটি প্রতিনিধি দল ভারতের দারুল উলুম দেওবন্দ যাবেন। সেখানে এসব বিষয়ে আলোচনা করবেন। এর আগে তাবলিগের ইজতেমা বা জোড় আপাতত স্থগিতের সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিশ্ব ইজতেমা বাস্তবায়ন ও ইজতেমায় সাদপন্থীদের হামলার বিচারের দাবিতে উত্তরায় আগামীকাল মশওয়ারা সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়।

এ বিষয়ে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, প্রস্তুতি সম্পন্ন হলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় পূর্ব নির্ধারিত সম্মেলনটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা আয়োজনে কাকরাইল থেকে প্রস্তুতি নেয়া হলেও মাওলানা সাদ অনুসারীরা প্রশাসনের কাছে আলাদা করে ইজতেমা করতে অনুমতি চাইলে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলীগের উভয় পক্ষকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মাওলানা সাদ অনুসারীরা দাবি করেন, দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের উপর এখন সন্তুষ্ট। কেননা তিনি রুজু করেছেন।

সেই বৈঠক থেকেই মাওলানা সাদের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্ত জানতে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব আসে। শিগগির দেওবন্দ যাওয়ার কথা থাকলেও এখনো তারা যেতে পারেননি।

সে সময়ে গঠিত ৬ সদস্যের কমিটিতে রয়েছেন, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ