সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


নেত্রকোনায় বাসের ধাক্কায় অটো আরোহী মা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনা সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গদাইকান্দা নামক স্থানে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তানিয়া আক্তার (৩০) ও তার ছেলে মোমেন (৬)। নিহত মা-ছেলে জেলার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের হাবিব মিয়ার স্ত্রী ও সন্তান।

আহতরা হলেন– নিহত তানিয়া আক্তারের মেয়ে হাবিবা (১২), একই উপজেলার সোনাজুর গ্রামের প্রিয়া (১৫) ও ঝুমা (২০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকালে নেত্রকোনা শহর থেকে আটপাড়ার দিকে যাওয়ার সময় গদাইকান্দার নেত্রকোনা-মদন সড়কে অটো রিকশাটিকে ধাক্কা দেয় মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস। এতে সিএনজি যাত্রী তানিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তানিয়ার ছেলে ও মেয়েকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু মোমেনকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত হাবিবাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফকরুজ্জামান জুয়েল জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পালিয়ে যাওয়া বাস ও এর চালক-সহযোগীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ