সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক।

রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তারা।

উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা আজ সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছে বলে জানান বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান।

আইনসৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি বলেও জানান তিনি।

এদিকে তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনও যানবাহন যেতে বা আসতে পারছে না। ফলে দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।  ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ