আওয়ার ইসলাম: আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার এসএসসিতে প্রশ্নফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে নজরদারি জোরদার করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার গত বছরের চেয়ে ৫শ পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে।
বিগত কয়েক বছরে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সমালোচিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের এসএসসি পরীক্ষার সময়েও ছিল একই অভিযোগ, তবে এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে বেশকিছু শক্ত পদক্ষেপ নেয় মন্ত্রণালয়।
সরকার এবার এসএসসি পরীক্ষা সামনে রেখেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রশ্নফাঁস ঠেকানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ঠেকাতেও নজরদারি করছে শিক্ষা মন্ত্রনালয়ের মনিটরিং সেল। এবার প্রায় ৩ হাজার ৭শ কেন্দ্রে পরীক্ষা দেবে প্রায় ২০ লাখ শিক্ষার্থী।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু নজরদারি চালিয়ে অনিয়ম ঠেকানো সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা রাখার পরামর্শও দিচ্ছেন তারা।
শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে নিজদের আসনে বসতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
-এটি