শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

বিজয় নিয়ে প্রতীচীর নতুন নাশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন মাহমুদ

“সঙ্কটে সংঘাতে সংগ্রামে, এই জিবনের প্রাঙ্গনে অঙ্গনে , বিজয়ের নিশান যে উড়ায়, তার উজ্জল ইতিহাস লিখা হয়, তার সৃতিটুকু অমলিন রয়ে যায়।”

কথাগুলো ‘বিজয়ের নিশান’ নামক সঙ্গীতের। সঙ্গীতে মুগ্ধতার প্রকাশ ঘটেছে। বিজয়ের মাসে বিজয়ের কথা ফুটে ওঠেছে। সঙ্গীতে দেখা গেছে শিল্পী মনোমুগ্ধকর সবুজ গাছগাছালি পরিবেশে বসে আছেন। আবার কখনো সূর্যের কিরণে দাঁড়িয়ে বিজয়ের কথাগুলো হৃদয়ের মাধুরী দিয়ে বলছেন। সব মিলিয়ে সঙ্গীতটিতে নতুনত্বের ছোয়া ফুটে উঠেছে।

প্রতীচীর প্রধান পরিচালক এইচ এম মাহবুবে এলাহীর সূর ও কন্ঠে গাওয়া ‘বিজয়ের নিশান’ নামক সঙ্গীতটি ২৪ ডিসেম্বর (সোমবার) রাতে লালবাগ প্রতীচীর অফিসে সিনিয়র শিল্পীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ইসলামিক ইউটিউব চ্যানেল protichi studio তে আপলোড করা হয়েছে।

ব্যয়বহুল এই সংগীতের ভিডিও পরিচালনার ডিরেক্টর শামীম এবং সাউন্ড কম্পোজের কাজ করেছেন k.A. lincoin।

সঙ্গীতের ব্যাপারে প্রতীচীর সহকারী পরিচালক ইশতিয়াক আহমেদ বলেন, তার সুর বরাবরই শ্রোতাদের মুগ্ধ করে৷ আমি আশাকরি তার এই নাশীদটি দেখার পর আমাদের স্বপ্নকে আরও দৃঢ় করবে। তার সুর, সঙ্গীতের মনোমুগ্ধকর আবহে হৃদয়কাড়া ভিডিও সবার নজর কাড়বে।

প্রতীচীর প্রধান সঙ্গীত পরিচালক শিল্পী শরীফ মাহমুদ বলেন, অসাধারণ সুরের অধিকারী মাহবুব ভাই নিজ মেধা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের বদৌলতে অতি দ্রুত সে এ শুষ্ঠীকে গড়ে তুলে। ২৪ ডিসেম্বর যে সঙ্গীত রিলিজ হয়েছে তা ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়াবে বলে আশা করছি। মহান আল্লাহ ও প্রিয় নবীয়ে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করি। মাহবুব ভাই ও প্রতীচীর পথচলা দুর্নিবার হোক, এই প্রত্যাশা করি ।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ