সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


ফের নির্বাচনের প্রশ্নই আসে না: আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ এনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ফের নির্বাচনের যে দাবি তুলেছে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ফের নির্বাচনের প্রশ্নই আসে না। ড. কামাল ও মির্জা ফখরুল ফের নির্বাচনের যে দাবি তুলেছে আমরা তা প্রত্যাখ্যান করছি।

আবদুর রহমান আরো বলেন, বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক, সাংবাদিক এসেছেন। ওআইসির সহকারী মহসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বলেন, আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা কোনোপ্রকার বিজয় মিছিল করব না। শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে।

বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিদেশি সংবাদকর্মী,পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ