আওয়ার ইসলাম: গতকালকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়কে যেকোনো মূল্যে বিজয় সংহত করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।
নেতাকর্মীদের বিজয়ের উদযাপন করতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে কোনো রকম বাড়াবাড়ি না করারও নির্দেশ দিয়েছেন তিনি।
আজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটের রুপালী চত্তর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, সবাই মিলে কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে যে বিজয় আপনারা নিয়ে এসেছেন যেকোনো মূল্যে এ বিজয়কে সংহত করতে হবে। এই বিজয়কে কনসলিডেট করতে হবে। এ বিজয় এ এলাকার আরও উন্নয়ন, আরও অর্জন বয়ে আনবে।
-এটি