আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনে এক ভোটও না পেয়ে রেকর্ড গড়েছেন চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী বামপন্থী নেতা সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে গণসংহতি আন্দোলনের কোদাল মার্কায় নির্বাচন করেন তিনি।
কিন্তু ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি।
তবে নির্বাচনের আগে রুমী বেশ প্রচার চালিয়েছেন এবং তাতে মানুষ হয়েছিল বলে বলছে এলাকার লোকজন।
জাতীয় এবং স্থানীয় দৈনিকগুলো রুমীকে গুরুত্বও দিয়েছে। তার গণসংযোগ মিছিলগুলোতে দেখা গেছে - এলাকার কয়েকটি সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, প্রসিদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক, মানবাধিকার আইনজীবীদের।
আরআর