সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


ইতিহাস সৃষ্টি করতে চলেছেন শেখ হাসিনা: এএফপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনিশ্চিত বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবার ক্ষমতায় এসে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। ‘শেখ হাসিনা: গণতন্ত্রের প্রতীক থেকে লৌহমানবী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এ মন্তব্য করে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ‘রোববারের একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের স্থপতির কন্যা শেখ হাসিনার জয় অনেকটাই নিশ্চিত। এ জয়ের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন হাসিনা। কেননা এটি হবে তার চতুর্থ মেয়াদ।’

হলি আর্টিজান বেকারিতে হামলার পর মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা প্রশংসিত হন বলে উল্লেখ করে এএফপি। বলা হয়, যুদ্ধাপরাধের অভিযোগে শক্তিশালী ইসলামপন্থী বিরোধীদলেরও বিচার করেছে হাসিনা সরকার।

একইভাবে দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও বিচার হয়েছে। দুর্নীতির অভিযোগে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এসব বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে বিরোধীদল।

২০১৪ সালের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতাউর রহমান এ প্রসঙ্গে এএফপিকে বলেন, ‘শেখ হাসিনা বিরোধীদের দমন করেছেন। বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক দল নিয়ন্ত্রিত।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ