সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


আ.লীগের সাবেক এমপি রনি এবার পেলেন ৬১৭৬ ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করা আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির এবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তিনি মাত্র ছয় হাজার ১৭৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগনে আওয়ামী লীগের এস এম শাহাজাদা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট।

গতকাল রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, নির্বাচনী বিধিমালা অনুসারে কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থী জামানত হারাবেন।

জানা গেছে, পটুয়াখালী-৩ আসনের মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৪৯৭ জন। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মাওলানা মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২০০২ ভোট। আর ইসলামি আন্দোলন বাংলাদেশের কামাল খাঁন পেয়েছেন ছয় হাজার ৮১৪ ভোট।

রনি এই আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি তাকে।

এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন তিনি। নিরাপত্তার অভাবে ভোটকেন্দ্রে যাননি সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ