আওয়ার ইসলাম: আজকের একাদশ জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে রোববার রাত ১২টার পর মোবাইল ইন্টারনেট চালু হওয়ার কথা থাকলেও ৬ ঘন্টা আগেই মোবাইল ইন্টারনেট চালু করেছে সরকার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২ ঘণ্টা পরেই (সন্ধ্যা ৬টার দিকে) টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট উন্মুক্ত করে দিয়েছে অপারেটররা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেশব্যাপী থ্রিজি-ফোরজি বন্ধ করেছিল অপারেটররা। সেদিনও তা বন্ধের নির্দেশনা ছিল বিটিআরসির তরফ থেকে। ১০ ঘণ্টা বন্ধ রাখার পর আবার চালু করা হয়েছিল মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা।
বিটিআরসি সূত্রে জানা আরো গেছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়। ভোটের দিন (৩০ ডিসেম্বর) মধরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকবে বলেও সংস্থাটি জানিয়েছিল।
যথা সময়ের ৬ ঘণ্টা আগে ভোট শেষ হওয়ার পরেই টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু করার নির্দেশ দেয় বিটিআরসি। একাদশ জাতীয় সংসদের ভোটকে সামনে রেখে বিভিন্ন ‘অপপ্রচার’ ঠেকাতে গত ১৩ ডিসেম্বর এক বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দিয়েছিল পুলিশের গোয়েন্দা বিভাগ।
-এটি