আওয়ার ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলায় আজ দুপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সহিংসতায় বর্তমানে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
আহত আবুল হাসনাত উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহামা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কেন্দ্রের আশেপাশে ভোটার স্লিপ প্রদানকারীদের বসা নিয়ে দু’পক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে বর্তামানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।