আওয়ার ইসলাম: বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের পাশাপাশি বেগম খালেদা জিয়ার এ আসনটিতেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।
২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও থেকে ১ লাখ ৩৪ হাজার ৯১০ পেয়ে বিজয়ী হয়েছিলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছিলেন ৯৬ হাজার ৯৪৮ ভোট।
সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৪১১ ভোট পেয়ে বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন তিনি। আর রমেশ চন্দ্র সেন ১ লাখ ৭৭ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হন।
আরআর