বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬


নির্ভয়ে ভোট দিন, আমরা পাশে থাকব: সেনা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

দেশে নির্বাচনী নিরাপত্তায় প্রায় ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছেন জানিয়ে বাহিনী প্রধান বলেন, মোতায়েন হওয়া সেনা সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। প্রয়োজনে স্বল্প সময়ে আরও সদস্য মোতায়েনের জন্য প্রত্যেকটি ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনাসদস্য স্ট্যান্ডবাই রয়েছেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমরা আশাপাশেই থাকবো। আমরা সাধ্যমতো চেষ্টা করবো, কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ