রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


‘জনগণ যে কোনো মূল্যে জুলুমের জবাব দিতে ভোট দেবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর ও ২৩ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর ভোটারদের সাহস ও হিম্মত নিয়ে খুব সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

তিনি বলেন, সম্পূর্ণরূপে একটি অসমতল মাঠে এবার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন পর্যন্ত বিরোধী দলীয় জোটের প্রার্থী, কর্মী, সমর্থকদের ওপর সরকারি দলের লাঠিয়াল বাহিনীর বর্বরোচিত হামলা, পুলিশের মিথ্যা মামলা, গ্রেফতার নির্যাতনের ঘটনাই ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার মূল বিষয়।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর ভোটাররা যাতে ভোট দিতে ভোট কেন্দ্রে না যায় সে জন্যেই সরকারি দল প্রশাসনের সহযোগিতায় এই ভয়ভীতি, হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটনা অব্যাহত রেখেছে। কিন্তু ভয়ভীতি, হামলা, মামলা হুলিয়া কোন কিছুই দেশবাসীকে ভোট দিতে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। বর্তমান সরকারের সীমাহীন জুলুম, নির্যাতন, গুম, হত্যার জবাব দেয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিবৃতিতে তিনি দেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ভোটারদেরকে সাহস ও হিম্মত নিয়ে খুব সকালে প্রস্তুতি নিয়ে সকল বাধা অতিক্রম করে ভোট কেন্দ্রে গিয়ে খেলাফত মজলিস, ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।

একই সঙ্গে তিনি, ৩০ ডিসেম্বর যাতে কোন রকম কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ফলাফল ছিনতাই না হতে পারে সেজন্যে ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ