আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়াদের ব্যালট পেপার হেলিকপ্টারে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। দুপুরে ইসি কার্যালয়ে এ কথা জানান তিনি।
শাহাদাত হোসেন আরো বলেন, ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি ইসির পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরণের নির্বাচনি প্রচারের সময় শেষ হচ্ছে। তার আগে প্রার্থীদের বিধি মেনে প্রচার চালানোর আহ্বান জানান শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি এ বিষয়ে বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা উত্তাপ থাকলেও এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এবারের নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে উল্লেখ করে কমিশনার বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় অন্য বাহিনীকে প্রয়োজনে তারা সহযোগিতা করবে। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
-এটি