আওয়ার ইসলাম: বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তবে, কমিশনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা।
রাজধানীর একটি হোটেলে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। তারা বলেন, এবার নির্বাচনি পরিবেশ এখনো তেমন খারাপ হয়নি। রাজনৈতিক দলের সহায়তা ছাড়া শুধু প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা।
নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়সহ কারো ওপর যেন হামলা না হয় তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান পর্যবেক্ষকরা। জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ারও আহ্বান জানায় তারা।
-এটি