আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ৬টি আসনে ইলেকট্রোনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোটগ্রহণ হবে। তার আগে অনুশীলন করলো নির্বাচন কমিশন।
এ পদ্ধতিকে সহজভাবেই নিয়েছেন ভোটাররা। তবে কমিশনার বললেন, কেন্দ্রে ইভিএমের পাশাপাশি বিকল্প ব্যবস্থাও থাকবে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ইভিএম ব্যবহার করা হচ্ছে। ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে এর সব প্রস্তুতি নিয়েছে কমিশন।
ঢাকা-১৩ আসনে মোহাম্মদপুরের একটি কেন্দ্রে এই ভোটের অনুশীলনের আয়োজন করা হয়। সেখানে পরিদর্শনে যান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এ সময় তিনি আশ্বাস দেন, কোন কেন্দ্রে সমস্যা হলে বিকল্প ব্যবস্থাও থাকবে।
সকাল ১১টা থেকে চট্টগ্রাম-৯ আসনে মোট ১৪৪টি কেন্দ্রে চলে ইভিএমে পরীক্ষামূলক ভোটগ্রহণ। এসব কেন্দ্রের জন্য এক হাজার ৮৪০টি ইভিএমে কার্যক্রম চলে। ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসারদেরও অনুশীলন দেয়া হয়।
খুলনা-২ আসনে ১৫৭টি ও সাতক্ষীরা-২ আসনে ১৩৭ টি কেন্দ্রে সকাল থেকে হয় ইভিএমে পরীক্ষামূলক ভোটগ্রহণ। এসব আসনে ইভিএমে ভোট প্রদানকে সহজ বলে মনে করছেন ভোটাররা।
রংপুর-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই সময় উপস্থিত ছিলেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।
-এটি