বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


লিবিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩, আহত কমপক্ষে ১০ জন।

গতকাল মঙ্গলবার বিকেলে লিবিয়ার বিদেশ মন্ত্রকের বিল্ডিংয়ে এই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। জানা গেছে, বিস্ফোরণে নিহত হয়েছেন বিদেশ মন্ত্রকের এক শীর্ষস্থানীয় আধিকারিকেরও।

এদিন বিকেলে একটি গাড়ি হঠাত্‍ই বিদেশ মন্ত্রকের বিল্ডিংয়ের সামনে যায়। নিরাপত্তারক্ষীরা সেখানে যাওয়ার আগেই গাড়িটি পালিয়ে যায়।

এরপর বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। ঐ দলেরই অন্য এক বোমারু সুটকেস-বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়। সংবাদসংস্থা সূত্রে জানা যায়, তৃতীয় আততায়ীর কাছে কোনও অস্ত্র ছিল না।

হামলাকারী বুলেটপ্রুফ জামা পরেছিল। তাকে বিল্ডিংয়ের বাইরেই মেরে ফেল নিরাপত্তারক্ষীরা। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের।আহতদের উদ্ধার করে চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার দায় স্বীকার করে আইএস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ