রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


নৌকায় ভোট প্রার্থনাকারী সেই ওসি ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ইউনিফর্ম পরে ‘বেআইনিভাবে নৌকা প্রতীকের পক্ষে’ ভোট চাওয়ায় কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মেদকে ক্লোজড করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান জানান, ওসি শেখ মারুফকে কলারোয়া থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বরাবরে জমা দেওয়া এক অভিযোগে কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদকে প্রত্যাহারের দাবি জানান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

হাবিবুল ইসলাম হাবিব তার চিঠিতে লিখেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাক্রোবেটিক সার্কাস প্রদর্শন অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর উপস্থিতিতে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চান কলারোয়া থানার ওসি। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।’

ওই অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে মিলে ওসি ‘বিষোদগার’ করেন বলেও হাবিব অভিযোগ করেন।

তিনি চিঠিতে লিখেন, সরকারি কর্মকতা হিসেবে একজন ওসির এরকম কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন।

হাবিবুল ইসলাম লিখেন, ‘সাতক্ষীরা-১ আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই। কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ এতদিন ধরে প্রচারে বাধা ও বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন।’

এসব ঘটনায় ‘নিরাপত্তাহীনতায়’ নিজে এলাকা ছেড়েছেন বলেও কমিশনকে জানান ধানের শীষের এই প্রার্থী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ