রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


নির্বাচন শান্তিপূর্ণ-স্মরণীয় হবে, আশাবাদ ইলেকশন মনিটরিং ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত সংসদ নির্বাচনগুলোর চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার দিক দিয়ে শান্তিপূর্ণ ও স্মরণীয় হবে বলে আশা প্রকাশ করেছে ইলেকশন মনিটরিং ফোরাম।

রাজধানীর গুলশান লেকশোর হোটেলে ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত ‘অগ্রগতির বাংলাদেশ, জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির নির্বাহী পরিচালক সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী এ আশাবাদ প্রকাশ করেন।

অধ্যাপক আবেদ আলী বলেন, ‘দলীয় সরকারের অধীনে সবদলের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়, আমাদের নির্বাচনি প্রক্রিয়াতেও পরিবর্তন হয়েছে। যে পরিবর্তন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক সে পরিবর্তনকে আজ সব রাজনৈতিক দল সাদরে গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন অধিকতর শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। ইলেকশন মনিটরিং ফোরাম শুধু ভোটের দিন পর্যবেক্ষণ করবে না। নির্বাচনের সার্বিক অবস্থা ও সংশ্লিষ্ট সবার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সাধারণ জনগণের মতামত নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে।’

আলোচনা সভায় আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিচারপতি আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, ব্যারিস্টার তুহিন আফরোজ, অ্যাডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, অভিনেতা এটিএম শামসুজ্জামান। এ ছাড়া এতে বাংলাদেশে অবস্থানরত ইরাক, ইরান, আফগানিস্তানসহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ