বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সেনারা কীভাবে সিরিয়া থেকে বেরিয়ে আসতে পারে তার উপায় নিয়েও কথা বলেছেন এই দুই নেতা।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,  ট্রাম্প হঠাৎ করেই গত বুধবার ঘোষণা দেন যে, শীঘ্রই সিরিয়া থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেয়া হবে। ওই ঘোষণার পর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

এদিকে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নেতানিয়াহু। দুই নেতার ফোনালাপে উঠে এসেছে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও আমেরিকার মাঝে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও।

সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কারণেই দায়েশ সন্ত্রাসীদের পতন হয়েছে গত বুধবার এমন দাবি করেন ডোনাল ট্রাম্প। ওই দাবির পাশাপাশি এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে সিরিয়া থেকে।

সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে লড়বার অজুহাত দেখিয়ে আমেরিকা সিরিয়ার অনুমতি ছাড়াই অবৈধভাবে সেদেশে সেনা পাঠিয়েছে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এসেই বলেছিলেন, সিরিয়ায় দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সৃষ্টির প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা।

২০১১ সালে ইসরাইলের স্বার্থে সৌদিআরব, আমেরিকা ও তার মিত্রদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সিরিয়ার ওপর আগ্রাসন চালায়। তখন সন্ত্রাসী আগ্রাসন মোকাবেলা করতে ইরান এবং রাশিয়ার সহযোগিতা কামনা করে সিরিয়া। সূত্র: পার্সটুডে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ