রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


কাদেরের প্রচারে বাধা, গাড়ি ভাঙচুর, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলা করা হয়েছে। এ সময়  গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

হামলায় আহত হয়েছে ৪ জন। জহিরুল ইসলাম শুভ ও আনোয়ারুল ইসলাম নামের দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ হামলার জন্য বিএনপি জামায়াতের কর্মীদের দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলায় বাটাইয়া ইউনিয়নের উলালের টেক এবং ধানশালিক ইউনিয়নের হাসপাতাল সড়কে এ হামলার ঘটে। এ সময় দুটি গাড়ি ও একটি মাইক ভাঙচুর করা হয়।

ওবায়দুল কাদেরের সমর্থকরাও এ সময় ওটারহাট বাজারে বিএনপির প্রার্থী মওদুদ আহমদের সমর্থকের একটি মোটরসাইকেল ও কয়েকটি দোকানে ভাঙচুর করে।

জানা যায়,  বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের প্রচারের মাইকসহ সিএনজি অটোরিকসাটি বাটাইয়া ইউনিয়নের উলালের টেক পৌঁছলে এই হামলা হয়।

একই সময়ে ধানশালিক ইউনিয়নের হাসপাতালে সড়কে আরেকটি প্রচারের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিএনপি প্রার্থী মওদুদ আহমদের লোকজন। এ হামলার বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করেঝেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিহ্নিত করে হামলাকারীদের আইনের আওতায় নেওয়া হবে।’

‘ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিবেন’

ই/আ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ