বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

আকাশ থেকে পড়ছে টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহরের ব্যস্ত রাস্তায় তিল ধারণের জায়গা নেই। হঠাৎ সবার চোখ গেলো আকাশের দিকে। এ কী! আকাশ থেকে পড়ছে টাকা। মুহূর্তের মধ্যে হই চই পড়ে গেল রাস্তাজুড়ে। কোথা থেকে এলো এই টাকা?

ঘটনাটি ঘটেছে হংকংয়ে। রবিবার হংকংয়ের ব্যস্ত শাম সুই পো নামের এলাকায় এই ঘটনা ঘটিয়েছেন ২৪ বছর বয়সী কোটিপতি ওয়াং চিং কিট। রবিবার বিকেলের দিকে নিজের ল্যামবর্গিনি চালিয়ে সেখানে হাজির হন ওয়াং। তারপর পাশের একটি বহুতলের ছাদে ওঠেন। সঙ্গে ছিল ব্যাগ ভর্তি টাকা।

ছাদে উঠে সেখান থেকে উড়িয়ে দেন টাকা। মুহূর্তের মধ্যে হই চই পড়ে যায় রাস্তায়। প্রথমটাই অবাক হয়ে যান সবাই। তারপর ব্যাপারটা বুঝতে পেরে টাকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

পুরো ঘটনাটাই ওয়াং চিং কিটের ফেসবুক পেজে লাইভ ভিডিও করা হয়। খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় পুলিশ। আটক করা হয় ওয়াংকে।

পুলিশ সূত্র জানায়, ওয়াং চিং হংকংয়ের কোটিপতি। মূলত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে এই টাকা করেছেন তিনি। রবিবার বহুতলের ওপর থেকে ২ লাখ হংকং ডলার উড়িয়ে দিয়েছেন তিনি। তাকে গ্রেফতার করার আগে নিজের ফেসবুক পেজে ওয়াং বলেছেন, তিনি গরিবদের সাহায্য করার জন্যই এই কাজ করেছেন। বড় লোকদের টাকা ছিনিয়ে তা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া তার কাজ।

যদিও এশিয়া ক্রিপ্টো টুডে নামের একটি ট্যাবলয়েডে জানানো হয়েছে, ওয়াং যতটা গরিবদের কথা ভাবার কথা বলেছেন, ততটা তিনি করেন না। কারণ, হংকংয়ের ক্রিপ্টো সার্কেলে ঠগ হিসেবেই তার পরিচিতি। তাই নিজের ইমেজ ভালো প্রমাণ করার জন্যই এই কাণ্ড ওয়াং ঘটিয়েছেন বলে মনে করছেন তারা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ