রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


শাহজালাল বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিরাজ নামের এক লোকের ব্যাগ থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

সিরাজকে ধরা সম্ভব হয়নি। ব্যাগ ফেলেই পালিয়ে গেছে সিরাজ। ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে সিরাজকে তার ব্যাগ স্ক্যানের জন্য বলা হয়।

জবাবে তিনি জানান, ব্যাগের মালিক ভিআইপি লাউঞ্জে আছেন। ওই ব্যক্তি কাস্টমস কর্তৃপক্ষকে অপেক্ষা করার অনুরোধ জানিয়ে ভিআইপি লাউঞ্জে যাওয়ার নাম করে পালিয়ে যান।

পরে ব্যাগ খুলে, ১৬ কেজি ১০০ গ্রাম স্বর্ণ ও ১০০টি মোবাইল ফোন সেট পাওয়া গেছে ব্যাগ থেকে। ওই ব্যক্তিকে সিভিল এভিয়েশন থেকে ভিআইপি পাশ ইস্যু করা হয়েছিলো বলেও জানিয়েছে কাস্টসম কর্তৃপক্ষ। এঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত।

চার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চায় না আওয়ামী লীগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ