বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ভারতের একমাত্র গরু দফতরের মন্ত্রীর গো-হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘গো-রক্ষা’ ইস্যুতে বিজেপির শাসনামলে বেশ কিছু ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে বেশ কয়েকবার দাঙ্গা বাধারও অবস্থা হয়। বিজেপি শাসিত রাজস্থানে ‘গো-দেবতা’ ও তার কল্যাণে এক বিশেষ মন্ত্রীকেও নিয়োগ দেওয়া হয়। তিনি ওটারাম দেওয়াসি। শুধু রাজস্থান নয়, ওটারাম দেওয়াসি ভারতের প্রথম ‘গো কল্যাণমন্ত্রী’।

ভোটের বাজারে রাজস্থানে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল গরু। দলের অনেক নেতারই ধারণা ছিল, গো-রক্ষা নিয়ে প্রচার চালালেই আর কোন চিন্তা নেই। কিন্তু রাজস্থানের সাধারণ মানুষ যে অতিরিক্ত ‘গো-রাজনীতি’ নিয়ে তিতিবিরক্ত ছিলেন, তা আন্দাজও করতে পারেননি বিজেপির রাজ্য নেতৃত্ব। আর সেই বিরক্তির বহিঃপ্রকাশে হেরে গেলেন রাজস্থানের গোমন্ত্রী ওটারাম দেওয়াসি।

রাজস্থানের সিরোহি আসনের প্রার্থী ছিলেন ওটারাম দেওয়াসি। রাজস্থানের রাজনীতির অন্যতম দাপুটে নেতার বিরুদ্ধে একজন স্বতন্ত্র প্রার্থী লড়েছেন সেখানে,  যার নাম সন্যাম লোধার। আর এই স্বতন্ত্র প্রার্থীর কাছেই এক-দুই হাজার ভোটে নয়, এক্কেবারে ১০ হাজার ভোটের বেশি ব্যবধানের হেরেছেন গো-মন্ত্রী।
ওরটারাম মোট ভোট পেয়েছিলেন ৭১ হাজার ১৯টি। আর তার বিরুদ্ধে অনামী, সাধারণ একজন প্রার্থী সন্যাম লোধা প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৮১ হাজার ২৭২ ভোট।

ওয়ান ইন্ডিয়ার খবর বলছে, একসময়ে রাজস্থান পুলিশের কর্মী ছিলেন ওটারাম। রাজস্থানের পালি জেলার মুন্দারা গ্রামের বাসিন্দা ওটারাম জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে রাজস্থানের রাজনীতিতে অন্যতম নাম হয়ে উঠছিলেন। কিন্তু সতন্ত্র প্রার্থীর কাছে মন্ত্রীর এই ‘গো-হার’ রাজস্থান বিজেপি-কে বেশ ভাবাচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ