রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


পাবনায় ঐক্যফ্রন্টের আবু সাইয়িদের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ ছেড়ে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানা লিখিত অভিযোগ করা হয়েছে।

জস্থানীয় সূত্র জানায়, বেড়া উপজেলার নিজ বাসা থেকে সাঁথিয়ার ধোপাদহ এলাকায় নির্বাচনি জনসভায় যাচ্ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। বেলা ১১টার দিকে তার গাড়িবহরটি সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় তার দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যান।

ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা এখনো জানা যায়নি। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ