আওয়ার ইসলাম: ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক বুধবার বিকেল ৪টায় নির্বাচনী প্রচারণায় নামলে সন্ধ্যার দিকে দোহার উপজেলার জয়পাড়া করমআলীর মোড়ে তাকেসহ তার নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে, গ্রেফতারের পর বুধবার রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।
দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন বিকালে দোহারের লটাখোলা করম আলী মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আবু আশফাককে থানায় আনা হয়।
তিনি আরো জানান, বিএনপির নেতাকর্মীরা দুটি গাড়ি ভাঙচুর করেছে। তাই তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তবে প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।
এইচএএম