আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে করা রিট আবেদনের শুনানির সংশ্লিষ্ট বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়েছেন তার আইনজীবীরা।
আগামী ১৭ ডিসেম্বর সোমবার পর্যন্ত খালেদা জিয়ার তিনটি রিটের শুনানি মুলতবি করা হয়েছে বলে জানা যায়।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, মঙ্গলবার খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি-না তা নিয়ে বিভক্ত রায় দেবার পর, সেটি নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে যায়।
সেটি প্রধান বিচারপতি আরেকটি বেঞ্চ, যাকে তৃতীয় বেঞ্চ বলা হয়, গঠন করে সেখানে পাঠান। ব্যারিস্টার কামাল জানিয়েছেন, এই তৃতীয় বেঞ্চের প্রতি মৌখিকভাবে অনাস্থা জানিয়েছেন তারা।
এরপর লিখিতভাবে সেটি আদালতকে জানানো হবে বলে জানায় তারা। আগামী একাদশ সংসদ নির্বাচনে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন কি-না মঙ্গলবার তা নিয়ে বিভক্ত রায় দেয় হাইকোর্ট বেঞ্চ।
ঐদিন হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্বাচন কমিশনকে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করেন।
খালেদা জিয়ার মনোনয়পত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয় ওই রুলে। তবে অপর বিচারপতি ইকবাল কবির এর সঙ্গে দ্বিমত পোষণ করে রিট আবেদনগুলো খারিজ করে দেন।।
উল্লেখ্য, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চায় না আওয়ামী লীগ