আওয়ার ইসলাম: বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলুসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে কারাগারে এবং ২০ জনের অধিক নেতাকর্মীকে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) বিভিন্ন আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দিয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর শেরেবাংলা নগর থানার চার্জশিট দাখিল হওয়া একটি নাশকতার মামলায় বেলা ৫টার দিকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। মামলাটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
অন্যদিকে অপর আসামিদের রাজধানীর ২৪টি থানা পুলিশ গত মঙ্গলবার বিভিন্ন সময় গ্রেপ্তার করে এদিন আদালতে হাজির করেন। যাদের মধ্যে অধ্যশতাধিক আসামির রিমান্ড আবেদন এবং অপর আসামিদের কারাগারে পাঠানো আবেদন করে আদালতে হাজির করা হয়।
মামলায় দুলুর পক্ষের আইনজীবী ইকবাল হোসেন ও তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের কর্মঘণ্টার পর আসামি হাজির করায় ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান খাসকামরায় বসে আগামী ২৩ ডিসেম্বর জামিন আবেদনের শুনানির দিন ঠিক করে দুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনজীবীরা দুলুকে কারাগারে ডিভিশন প্রদানের আবেদন নিয়ে সিএমএম মুহাম্মদ জাহিদুল কবিরের খাস কামরায় দেখা করলে তিনি বৃহস্পতিবার ডিভিশনের বিষয়ে শুনানির দিন ঠিক করে দেন।
‘প্রশ্নবিদ্ধ নির্বাচনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না’