বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

প্রতিদিন ৩ ঘণ্টা করে দৌড়ান ৮৫ বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাম তার জিনেট বেদার্দ। বয়স ৮৫। এই বয়সে অন্য নারীরা যেখানে থুত্থুরে বুড়ি বনে যান, সেখানে তিনি প্রতিদিন তিন ঘণ্টা করে দৌড়ান!

জিনেট বেদার্দের ভাষ্য, ‘আমার বয়স হয়েছে। অনেক শোকতাপ এসেছে জীবনে। কিন্তু শুধু দৌড়ানোর সময়টুকুতে আমার মনে হয়, আমি সেই ২০ বছরে আছি।’

এনডিটিভি ও দ্য স্টার অনলাইন বলছে, বছরে ৩৬৫ দিনই রোজ তিন ঘণ্টা করে দৌড়ান জিনেট। তার চাওয়া, বিশ্বের সব চেয়ে বেশি বয়সি নারী হওয়া।

তিনি মনে করেন, ‘দীর্ঘদিন বেঁচে থাকার জন্য শুধু হাত-পাগুলো কাজে লাগানোই যথেষ্ট। কেননা, শুধু দৌড়ের মধ্যে থাকলেই সব ঠিক থাকে, দীর্ঘদিন বেঁচে থাকতে। আর তাই আমি বছরের পর বছর সেটাই করে আসছি নিয়মিত। ফিটনেসও ধরে রেখেছি।’

ফ্রান্সের মেজ শহরে জন্ম বেদার্দের। তবে বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ১৯৭০ সালে এখানে আসেন তিনি। বেদার্দ জানান, নিয়মিত দৌড়ালে সুস্থ থাকার জন্য আর কিছুই লাগে না; না ওষুধ, না বিশেষ খাবার।

সম্প্রতি নিউইয়র্ক সিটিতে একটি দৌড়ের অনুষ্ঠানে জিনেট বলেন, ‘আমার অন্য কোনও বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই। কারণ আমি প্রতিদিন তিন ঘণ্টা দৌড়াই। সে জন্য আমি সব সময় অনেক সক্রিয়ও থাকি।’

তিনি আরও বলেন, ‘আমি একা। আমার স্বামী মারা গেছেন। তারপর থেকে সময় কাটছিল না। একা লাগছিল। অবসরও নিয়ে নিয়েছিলাম। সময় কাটছিল না। তাই দৌড় শুরু করি, প্রতিদিন, নিয়মিত। একসময়ে নেশা হয়ে যায়। প্রতিদিন দৌড়াটা অভ্যাস হয়ে যায়। ভালোই লাগে। বেশ তাজা লাগে নিজেকে। শরীর ও মন, দুই দিক থেকেই।’

এই বৃদ্ধ বয়সে কিশোরীবেলায় কেনা জগিং ড্রেস পরে দৌড়ান জিনেট। তিনি বলেন, ‘আমি শুধু আমার শরীরের কথা শুনি। বোঝার চেষ্টা করি, ও কী চাইছে। একটা বয়সের পরে আমি অনুভব করি, শরীর সুস্থ রাখতে গেলে আমাকে দৌড়াতে হবে। সেটাই করি।’

প্রাণশক্তির মতোই রসবোধও আছে জিনেটের। হেসে বলেন, ‘একটা প্রেমিক হলে ভালোই হতো। কিন্তু আমার বয়সি পুরুষগুলো তো সব বুড়িয়ে থুত্থুরে হয়ে গেছে, আর আমার থেকে যারা ছোট তারা বউয়ের সঙ্গে বুড়ো হচ্ছে। আমার জন্য কেউ নেই এখন।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ