বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

৬৩ দেশ নিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মধ্যপ্রাচ্যের দুবাইয়ে শাইখা ফাতেমা বিনতে মুবারাকা শিরোনামে অনুষ্ঠিত তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।
এই অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণ দশ জনের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাহরাইনের প্রতিনিধি সারা মুহাম্মাদ আব্দুল্লাহ হাসান হুসাইনি।

এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে সেনেগালের মিয়মুনাতুলু এবং আলজেরিয়ার খুলাত আযুয। চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফারিয়াহ আদেন শেখ এবং ইরানের যাহরা খালিলী ছামারিন।

শেইখা ফাতেমা বিনতে মুবারাকা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম থেকে দশম স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে আমিরাতের নুর মুহাম্মাদ সুলতান আল-হামুদী, মরিতানিয়ার মোসয়ামাদাতুল তালাবা, মিশরের নুরা আহমাদ আল-বাসিউনি, কেনিয়ার খানসা হুসাইন আহমাদ" এবং নাইজারের যায়নাব রিয়াহী মুসা।

দুবাই নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১৬ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ এসকল ১০ জন প্রতিযোগীর মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত কুরআন প্রতিযোগিতা শাইখা ফাতেমা বিনতে মুবারাকা শিরোনামে এ প্রতিযোগিতা দুই যুগ ধরে চলে আসছে। ৪ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। বিশ্বের মোট ৬৩টি দেশের প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ