মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

যে শহরের রেস্তোরায় দরিদ্রদের জন্য থাকে ফ্রি টেবিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম

আমার সম্পদে দরিদ্রের অধিকার আছে, আছে তাদের প্রতি আমার দায়বদ্ধতা। যুগে যুগে দেশে দেশে এমন মানুষদের সাক্ষাত মিলে।

সময়ের অধিক পরিচিত তুরস্ক একটি দেশ। দক্ষিন তুরস্কের একটি শহরের নাম ‘কারাকোকান’।এ শহরে আছে জাকজমকপূর্ণ রেস্তোরা। এ শহরের পাঁচটি বড় রেস্তোরার মালিকরা দরিদ্রদের খাবার দিযে নিজেদের ধন্য মনে করে।

এমন একজন ধন্য ব্যাক্তি মুহাম্মদ উজতারক বলেন, তার রেস্তোরায় সবসময় দরিদ্রের জন্য তিনটি টেবিল বরাদ্দ থাকে, এটা শুধু তাদেরই জন্য, রেস্তোরায় যত ভিড়ই হোকনা কেন! কারণ দরিদ্র যারা, তারা তো সবসময় আসবেই।

উজতারক বলেন, দৈনিক কমপক্ষে পনের জন তার হোটেলে ফ্রি খেতে আসেন। আটাশ হাজার মানুষের এ শহরে দৈনিক একশত মানুষ ফ্রিতে খাবার গ্রহণ করেন। রেস্তোরার কাবাব, চিকেন, ভাত ও সালাত তাদের জন্য বরাদ্দ।

উজতারক আরো জানান, এ ঐতিহ্য সত্তর বছরের পুরনো। আমরা এমন করবো এটা আমাদের জন্য খুবই স্বাভাবিক। আমরা আমাদের পূর্বপূরষ হতে এমনই শিখেছি।

কারাকোকানের রেস্তোরা দরিদ্রদের কোড নাম দিয়েছেন, যাতে সাধারণের সামনে লজ্জা না পায়। বিল দেয়ার সময় এলে হোটেল বয় বলে ওঠেন, ‘সেভেন সেক্টরের লোক।’

সেভেন সেক্টর মূলত সেনাবাহিনীর একটি শাখার নাম। অবশ্য এ নামের ইতিহাস আরো গভীরে।এটা উসমানি সালতানাতের বিশেষ ঘোড়সাওয়ার বাহিনীর নাম। যাদের জন্য বিয়ে-শাদি করা, পরিবার গঠন, ব্যবসায়িক কার্যক্রমসহ যে কোন ধরনের সম্পর্ক স্থাপন তাদের জন্য নিষিদ্ধ ছিল।

রমজান ও ঈদসহ ইসলামি বিভিন্ন উৎসবে তাদের আতিথিয়তা বহুগুণ বেড়ে যায়।

সূত্র: আলজাজিরা ও মিডল ইস্ট

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ