রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

পুরনো ছবি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেড় বছর আগের তোলা একটি ছবি পোস্ট করে ভারতের কট্টরপন্থী হিন্দু গ্রুপগুলো স্যোশাল মিডিয়ায় হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

গত শুক্রবার দশমীর দিন ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে রাবণদাহ দেখতে আসা মানুষের  ওপর ট্রেন উঠে গিয়ে অন্তত ৫৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৭২ জন।

এ ঘটনাকে কেন্দ্র করে কট্টরপন্থী গ্রুপগুলো মুসলমানদের পুরনো একটি ছবি স্যোশাল মিডিয়ায় আপলোড করে। ছবিটিতে দেখা যায়, একদল মুসল্লী একটি দাঁড়ানো ট্রেনের সামনে বসে নামাজ আদায় করছে।

গ্রুপগুলোর দাবি, হিন্দুদের রাবণদাহের দর্শণার্থীদের ওপর দিয়ে ট্রেন ‍উঠে যেতে পারলে মুসলমানদের ওপর কেন উঠতে পারবে না?

ছবিটি দেখিয়ে তারা দাবি করেন, মুসলমানদের নামাজের সময় ট্রেন আটকিয়ে রাখা হলেও হিন্দুদের পূজায় জনসমাগমের সময় কেন ট্রেন আটকানো হয় না? তারা ছবিটিকে সাম্প্রতিক সময়ের একটি চিত্র বলেও দাবি করেন।

কিন্তু টাইমস ইন্ডিয়া কট্টরপন্থী গ্রুপগুলোর দাবি প্রতাখ্যান করেছে। তারা এটিকে একটি ভুয়া অপপ্রচার বলেও দাবি করেছে। ২০১৭ সালে রমজান মাসের শেষ শুক্রবার (জুমাতুল বি’দা) ছবিটি তোলা হয়েছিল বলে তাদের দাবি।

টাইমস ইন্ডিয়ার ফটো সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায় ছবিটি তুলেছিলেন ২০১৭ সালে। তিনি বলেন, নিউদিল্লি রেলওয়ে স্টেশন এবং সর্দার বাজার রেলওয়ে স্টেশনের মাঝে আচচান মিয়া মসজিদ অবস্থিত। ওই স্টেশনের পরিত্যক্ত রেললাইনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরিত্যক্ত রেললাইনেই মুসল্লিরা নামাজ পড়ছিল।

ভারতের উদারপন্থী কয়েকটি গোষ্ঠী স্যোশাল মিডিয়ার এ অপপ্রচারে নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে অনেকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যা দিয়েছেন।

ব্যারিস্টার মইনুলকে আদালতে তোলা হতে পারে আজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ