সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

পুরনো ছবি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেড় বছর আগের তোলা একটি ছবি পোস্ট করে ভারতের কট্টরপন্থী হিন্দু গ্রুপগুলো স্যোশাল মিডিয়ায় হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

গত শুক্রবার দশমীর দিন ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে রাবণদাহ দেখতে আসা মানুষের  ওপর ট্রেন উঠে গিয়ে অন্তত ৫৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৭২ জন।

এ ঘটনাকে কেন্দ্র করে কট্টরপন্থী গ্রুপগুলো মুসলমানদের পুরনো একটি ছবি স্যোশাল মিডিয়ায় আপলোড করে। ছবিটিতে দেখা যায়, একদল মুসল্লী একটি দাঁড়ানো ট্রেনের সামনে বসে নামাজ আদায় করছে।

গ্রুপগুলোর দাবি, হিন্দুদের রাবণদাহের দর্শণার্থীদের ওপর দিয়ে ট্রেন ‍উঠে যেতে পারলে মুসলমানদের ওপর কেন উঠতে পারবে না?

ছবিটি দেখিয়ে তারা দাবি করেন, মুসলমানদের নামাজের সময় ট্রেন আটকিয়ে রাখা হলেও হিন্দুদের পূজায় জনসমাগমের সময় কেন ট্রেন আটকানো হয় না? তারা ছবিটিকে সাম্প্রতিক সময়ের একটি চিত্র বলেও দাবি করেন।

কিন্তু টাইমস ইন্ডিয়া কট্টরপন্থী গ্রুপগুলোর দাবি প্রতাখ্যান করেছে। তারা এটিকে একটি ভুয়া অপপ্রচার বলেও দাবি করেছে। ২০১৭ সালে রমজান মাসের শেষ শুক্রবার (জুমাতুল বি’দা) ছবিটি তোলা হয়েছিল বলে তাদের দাবি।

টাইমস ইন্ডিয়ার ফটো সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায় ছবিটি তুলেছিলেন ২০১৭ সালে। তিনি বলেন, নিউদিল্লি রেলওয়ে স্টেশন এবং সর্দার বাজার রেলওয়ে স্টেশনের মাঝে আচচান মিয়া মসজিদ অবস্থিত। ওই স্টেশনের পরিত্যক্ত রেললাইনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরিত্যক্ত রেললাইনেই মুসল্লিরা নামাজ পড়ছিল।

ভারতের উদারপন্থী কয়েকটি গোষ্ঠী স্যোশাল মিডিয়ার এ অপপ্রচারে নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে অনেকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যা দিয়েছেন।

ব্যারিস্টার মইনুলকে আদালতে তোলা হতে পারে আজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ