মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের নিন্দা জানালেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় বাহিনীর কর্মকাণ্ডের জোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটার পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মিরে ভারতীয় বাহিনীর কর্মকাণ্ডকে ‘নিরাপরাধ লোকদের হত্যার নতুন চক্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি আলাপ আলোচনার  মাধ্যমে এই অঞ্চল নিয়ে সংঘাত ও ভূখণ্ডটির সমস্যা সমাধানের আহ্বান জানান।

কাশ্মিরের সমস্যা সমাধানের জন্য ইমরান খান অঞ্চলটির মানুষের ইচ্ছে ও জাতি সঙ্ঘের প্রস্তাব মেনে চলার আহ্বান জানান। বিষয়টি উপলব্ধি করার আহ্বানও জানান ভারতের প্রতি। ইমরান খান বলেন, কাশ্মিরি জনগনের ইচ্ছে ও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী যে কাশ্মির সমস্যার সমাধান করতে হবে ভারতের সেটি উপলব্ধি করার সময় এসেছে।

টুইটার পোস্টে ইমরান খান লিখেছেন, ‘ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে হত্যাকাণ্ডের নতুন চক্রের জোর নিন্দা জানাই। কাশ্মিরের জনগনের ইচ্ছা ও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মির বিরোধের সমাধান করার বিষয়টি ভারতের উপলব্ধি করার সময় এসেছে’।

এদিকে ইমরান খানের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা মিরওয়াইজ ওমর ফারুক।

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের উদ্বেগকে স্বাগত জানানোর পাশাপাশি এ বিষয়ে পাকিস্তানকে আরো বেশি ভুমিকা রাখার আহ্বান জানান তিনি। ‘ভারতীয় রাষ্ট্রের হাতে কাশ্মিরিদের নির্যাতিত হওয়া ও মানবাধিকার লঙ্ঘনের’ সমাপ্তি টানতে পাকিস্তানের জোরালো ভুমিকা প্রত্যাশা করেন তিনি।

কাশ্মিরে বর্তমানে প্রায় ৫ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। ২০১৬ সালে ভারতীয় বাহিনী কাশ্মিরের জনপ্রিয় তরুণ স্বাধীনতাকামী কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করার পর অঞ্চলটিতে ভারতীয় শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় ভারত। একশোর বেশি বেসামিরক লোক নিহত হয় এ সময় ভারতীয় বাহিনীর হাতে। ভারতীয় সেনাদের পেলেট গানে চোখ হারিয়েছে অনেক নিরীহ বেসামরিক লোক।

আরো পড়ুন-  সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব
প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সাক্ষাৎ সন্ধ্যায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ