মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১১ উইঘুর মুসলিমকে তুরস্কে পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার অবিসংবাদিত প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ চলতি মাসের ১৫ তারিখ সোমবার বলেছেন, গত বছর থাইল্যান্ডের একটি কারাগার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আসা ১১ জন উইঘুর মুসলিমকে মুক্তি দিয়েছেন, কারণ তারা সেখানে ভুল কিছু করেনি।

মুক্তিপ্রাপ্ত ১১ জন উইঘুর মুসলিমের আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়া দেশটিতে আটক থাকা ১১ জন উইঘুর মুসলিমকে মুক্তি দিয়ে তাদেরকে চীনে পাঠানোর জন্য চীন সরকারের করা আহ্বানে কর্ণপাত না করে দেশটি এসব উইঘুর মুসলিমদের তুরস্কের কাছে হস্তান্তর করেছে।

ড.মাহাথির মালয়েশিয়ার আইনসভায় এ সম্পর্কে বলেন, ‘তারা এই দেশে কোনো ভুল করেনি, সুতরাং এ জন্য তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।
মালয়েশিয়ার এ পদক্ষেপের কারণে চীন-মালয়েশিয়ার সম্পর্ক হয়তোবা হুমকির মুখে পড়তে পারে।

যা ইতোমধ্যেই কিছু বিষয়ে দেশ দুটির মধ্যে উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ড. মাহাথির ক্ষমতায় এসেই চলতি বছরের মে মাসে একটি চীনা কোম্পানির সাথে কৃত ২০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করে দিয়েছিলেন।

চীন সরকার এর পূর্বে ওই ‌১১ জন উইঘুরকে তার দেশে পাঠাতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল এবং তাদেরকে মুক্তি দিয়ে তুরস্কে পাঠানোর সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে।

প্রসঙ্গত, মুক্তিপ্রাপ্ত ১১ জন উইঘুর মুসলিম একটি থাই কারাগারের দেয়ালে ফুটো সৃষ্টি করে কারাগারের অভ্যন্তরের ব্যবহৃত কম্বলকে মই বানিয়ে সেখান থেকে পালিয়ে মালয়েশিয়ায় এসে পুলিশের হাতে ধরা পড়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার সরকারের প্রতি আটককৃত ১১ জন উইঘুর মুসলিমদেরকে চীনের কাছে হস্তান্তরের জন্য চাপ প্রয়োগ করে আসছিল। তবে বিভিন্ন পশ্চিমা দেশসমূহ তাদেরকে চীনের নিকট হস্তান্তর না করার জন্য বার বার আহ্বান জানিয়ে আসছিল।

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদেরকে তথাকথিত ‘রাজনৈতিক দীক্ষা’ দান কেন্দ্রে আটক রেখে নির্যাতন চালানোর জন্য চীন সরকারকে দায়ী করা হয়।

তবে চীন সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। গত কয়েক বছর ধরে কয়েক হাজার উইঘুর মুসলিম চীন থেকে দক্ষিণ এশিয়া হয়ে তুরস্কে পালিয়ে আসতে সক্ষম হয়।

সূত্র: এসসিএমপি ডট কম

আরো পড়ুন- এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ