শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মাধবদীর নিলুফা ভিলা থেকে ২ নারীর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নিলুফা ভিলা থেকে দুই নারী আত্মসমর্পণ করেছে।

বুধবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

জানা যায়, ঘিরে রাখা বাড়িতে অবস্থানরতদের আত্মসমর্পণের সুযোগ দেওয়ায় অভিযান চালাতে বিলম্ব করে র‌্যাব। তারা আত্মসমর্পণ না করলে কঠোর অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে র‌্যাব।

আইনশৃঙ্খলা বাহিনী সাত তলা ওই ভবনটি এখনও ঘিরে রেখেছে। ভবনটিতে ড্রোন ক্যামেরার মাধ্যমে জঙ্গিদের পর্যবেক্ষণ করা হচ্ছে। ভেতরে আরও অনেকেই থাকতে পারে বলে তাদের ধারণা।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার নিহতদের এখনও পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে বিভিন্নভাবে তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, যারা নেগুশিয়েটে স্কিলড তাদের ঢাকা থেকে এনে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করছি। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে আমরা কঠোর অভিযানে যাব না।

নরসিংদীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

-আরআর


সম্পর্কিত খবর