শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কাশ্মিরে নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে ভারতকে ওআইসির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল আসিমিন কাশ্মিরি জনগণের ওপর হত্যাকাণ্ড বন্ধ ও তাদের অধিকার রক্ষার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ভারতকে অবশ্যই আলোচনার মাধ্যমে ও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধান করতে হবে এবং ওই এলাকার জনগণের দাবির প্রতি সম্মান জানাতে হবে।

ওআইসি মহাসচিব ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে যত দ্রুত সম্ভব কাশ্মিরে হত্যাকাণ্ড বন্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।

মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং দীর্ঘ দিনের সংকট নিরসনের জন্য ওআইসি কার্যকর ভূমিকা রাখবে বলে কাশ্মিরের জনগণ আশা করছে।

উল্লেখ্য, ২০১৩ সালে জেদ্দায় ওআইসি, পাকিস্তান কনস্যুলেট ও কাশ্মীর কমিটির যৌথ উদ্যোগে কাশ্মীরীদের ‘কৃষ্ণদিবস’ পালন উপলক্ষ্যে এক চিত্র প্রদশর্নীতে ওআইসির সাবেক  মহাসচিব একমেলেদ্দীন ইহসানুগলো জম্মু ও কাশ্মীরের জনগণের সংহতির প্রতি ওআইসির পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন।

তিনি বলেছিলেন, জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ঐ এলাকায় মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ভারতের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সূত্র : গালফ নিউজ

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

আরএম/

 


সম্পর্কিত খবর