শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কুয়েত থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েত থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট প্রত্যাহারের করছে আমেরিকা।তবে কেন তা প্রত্যাহার করা হচ্ছে সে ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।

ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের বিমান হামলার ঝুঁকি মোকাবেলার জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হতো।

ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী কিছু বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি সরিয়ে আনছে। পাশাপাশি বাহরাইন ও জর্দান থেকেও একটি করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেয়া হবে।

কুয়েত সেনাবাহিনীর সাথে আলোচনা করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম ‘আরব নিউজ’ ।

এদিকে, ন্যাটোর মতো একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্য নিয়ে শুক্রবার নিউ ইয়র্কে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ওই বৈঠকে যোগ দেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মিশর এবং জর্দানের মন্ত্রীরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো পড়ুন-

বিএনপি সরকারে এলে ৭ দিনেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
বৃহত্তর ঐক্য গড়ে আওয়ামী লীগকে একঘরে করা হবে
কারাগারে থেকেও জনসভায় আছেন খালেদা জিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ