শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইসরাইলের সবচেয়ে জনপ্রিয় নাম ‘‌মুহাম্মদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদীবাদি ইসরাইলে এ বছর ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। মঙ্গলবার দেশটির জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত ১২ মাসে দেড় লাখেরও বেশি শিশু জন্ম নেয় ইসরাইলে। তাদের নামকরণে ১০টি জনপ্রিয় নাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে।

ছেলেদের জনপ্রিয় নাম হচ্ছে- মুহাম্মদ, ইয়োসেফ, অ্যারিয়াল, ওমার, আদম, ডেভিড, ড্যানিয়াল, লাভি, এটান, উরি।

আর মেয়েদের নাম হচ্ছে- তামার, অ্যাভিগাল, মিরিয়াম, সারা আদেল, ইয়াল, নোয়া, শিরা, নয়া, লিয়া।

মুহাম্মদের মতো আরবি ভাষার নামগুলো বাদ দিয়ে সবচেয়ে জনপ্রিয় ইহুদি নামগুলোও প্রকাশ করেছে ইসরাইল।

কিন্তু এই পঞ্চমবারের মতো কট্টর ইহুদি রাষ্ট্র ইসরাইলে ইসলামের নবী মুহাম্মদের নাম জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। বিশ্বজুড়ে মুহাম্মদই সবচেয়ে জনপ্রিয় নাম বলে মনে করা হচ্ছে।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম

 


সম্পর্কিত খবর