বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

ইসলামী সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রাজধানীর ধোলাইপাড় আল বাক্কা কনফারেন্স হলে ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দ্বিতীয়বারের মতো জোটের সভাপতি নির্বাচিত হন আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি নির্বাচিত হন এইচ এম সাইফুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কোরআন শিক্ষা বোর্ড-এর মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, সিনিয়র যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল এম, হাসিবুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুল আহাদ সালমান প্রমুখ।

এছাড়াও কাউন্সিলে যোগ দিয়েছেন দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক কাউসার আহমাদ সুহাইলসহ প্রায় পঁয়ত্রিশটি শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এদেশের অপসংস্কৃতির ধ্বংসস্তুপের উপর ইসলামী সংস্কৃতির বিজয় কেতন ওড়াতে ইসলামী সাংস্কৃতিক জোটকেই পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। বানিজ্যিক বহু গোষ্ঠী থাকলেও নিঃস্বার্থ নিবেদিতপ্রাণ হয়ে সামাজিক সাংকৃতিক অঙ্গনে দীন বিজয়ের জন্য সাংস্কৃতিক জোট-এর বিকল্প কোন শক্তি এখনো আমাদের সামনে আসেনি। মনে রাখতে হবে, দু একটা গান গাওয়া আর জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলা এক কথা নয়।

বিশেষ অতিথি জনাব এটিএম হেমায়েত উদ্দীন বলেন, সৎচরিত্রবান, ত্যাগী, আমানতদার নেতৃত্বের মাধ্যমেই ইসলামী সাংস্কৃতিক জোট পরিচালিত হচ্ছে বলেই আমরা জানি। এ জোটের কাছে দেশ, জাতি, সমাজের অনেক ডিমান্ড রয়েছে। বিশেষ করে অধপতিত ঘুনে ধরা এ সমাজের যুবসমাজকে সত্যের পথে নিয়ে আসার জন্য ইসলামী সাংস্কৃতিক জোটকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দুবাইয়ের কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা প্রথম মার্কিন হাফেজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ