বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান

আমার দেশভক্তির সামনে বাধা মার্কিন যুক্তরাষ্ট্র : হাফিজ সাইদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তার দেশপ্রেমের বিরুদ্ধে চক্রান্ত করছে আমেরিকা। এমনই অভিযোগ করেছেন জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদ। তার মন্তব্য পাকিস্তানের জন্য তার 'ভালবাসা'কে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জামাতের দেশভক্তির নানা উদাহরণ তুলে ধরে হাফিজের মন্তব্য পাকিস্তানের ভালো চায় না আমেরিকা। তাই তাকে আটকানো হচ্ছে নানা ভাবে। পাকিস্তানের মানুষ আমেরিকার নীতির বিরুদ্ধে। তাই আমেরিকা নিজের রাগের বশবর্তী হয়ে তাকে দেশের জন্য কাজ করা থেকে আটকাচ্ছে।

আমেরিকার কথা মতো চললে আখেরে পাকিস্তানের ক্ষতি বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার মতে এভাবে বেশিদিন চললে পাকিস্তানকে তার পরমাণু পরীক্ষানিরীক্ষা থেকে সরে আসতে বাধ্য করবে আমেরিকা।

শনিবারই 'সন্ত্রাসে আর্থিক মদতদাতা' দেশ হিসেবে পাকিস্তানের নাম ফের উঠছে 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স' (এফএটিএফ) এর নজরদারি তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানকে এফএটিএফ তালিকায় রাখতে চেষ্টা চালায়। এর সঙ্গে যোগ দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও। তার প্রেক্ষিতেই হাফিজ সইদের এই মন্তব্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

অন্যদিকে, পাকিস্তানও তালিকাভুক্তি এড়াতে শেষ মুহূর্তের প্রচার চালায়। কিন্তু তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানকে ফের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় এফএটিএফ।

পাকিস্তান এর আগে ২০১৫ সাল পর্যন্ত তিন বছর এফএটিএফ এর নজরদারি তালিকায় ছিল। এই সংস্থা বিভিন্ন দেশের সন্ত্রাসে অর্থায়ন ও বেআইনী মুদ্রা লেনদেনের ওপর নজর রাখে। সংস্থাটির তালিকায় ফের পাকিস্তানের নাম ওঠায় দেশের অর্থনীতি ধাক্কা খাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক আরো অবনতির দিকে যাবে বলাই বাহুল্য।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ