বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মহাসমাবেশে দাওয়াত নিয়ে শায়খে যাত্রাবাড়ীর কাছে হেফাজত নেতারা হেফাজতের মহাসমাবেশ সফল করতে নানুপুরের পীরের আহ্বান ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে ৪ দাবি ইসলামী আন্দোলন ও এবি পার্টির মধ্যে সংলাপ, ১১ দফা ঐকমত্য মে দিবস উপলক্ষে ইফার আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ইসলামি শ্রমনীতি চালুর দাবি জামায়াতে ইসলামী মহিলা বিভাগের  বাহারি ডিজাইনের জুতা তৈরি করলেন আস-সুন্নাহর প্রশিক্ষণার্থীরা ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি আমীর জিহাদী , মহাসচিব আম্মারুল হক  নারী সংস্কার কমিশন ইসলাম বিদ্বেষী, বাতিলের দাবি আলেম ও রাজনীতিবিদদের  সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি: নাহিদ

৪ মাদরাসার ৫১ শিক্ষার্থীর তাকমিল পরীক্ষা অনিশ্চিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

আল-হাইয়াতুল উলইয়ার অধীনে অনুষ্ঠিতব্য  এ বছরের কওমি মাদরাসার মাস্টার্স ক্লাস (তাকমীল) পরিক্ষা দিতে পারবে না চারটি মাদরাসার  ৫১ জন শিক্ষার্থী।

মাদরাগুলোর মধ্যে রয়েছে, সিলেটের জামেয়া হেমায়াতুল ইসলাম টাইটেল মাদরাসা, কিশোরগঞ্জের হযরত উম্মে হাবিবা রা. মহিলা মাদরাসা, খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও আছিয়া খাতুন মহিলা মাদরাসা।

জানা যায়, ইতোপূর্বে  মাদরাসা গুলোর শিক্ষার্থীরা বেফাকের অধীনে হাইয়াতুল উলইয়ায় পরীক্ষা দিলেও এ বছর সুযোগ পাচ্ছে না। কারণ চলতি বছর মাদরাসাগুলো বেফাক থেকে বেরিয়ে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া (জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড)-এ অন্তর্ভুক্ত হয়।

এ ব্যাপারে জামেয়া হেমায়াতুল ইসলাম টাইটেল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুহাম্মাদ শামসুল হক আওয়ার ইসলামকে জানান, কিছুদিন আগে হাইয়াতুল উলইয়া থেকে আমাদের নোটিশ পাঠিয়ে জানানো হয়, বেফাক থেকে বের হয়ে অন্য বোর্ডে যাওয়ায় এখানকার শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাবে না।

 

অন্য তিনটি মাদরাসার সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ একই রকম কথা বলেন। তারা জানান, হাইয়াতুল উলইয়া নোটিশ পাঠিয়েছে এবং  উল্লেখ করেছে বোর্ড পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা পরীক্ষ দিতে পারবে না।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের এ তিন মাদরাসাও ইতোপূর্বে বেফাকের অধীনে ছিল। এ বছর বেফাক থেকে বেরিয়ে এসে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া (জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড)-এ অন্তর্ভুক্ত হয়।

পরীক্ষা কেন দিতে পারবে না- এ বিষয়ে আল-হাইয়াতুল উলইয়ার বেফাক প্রতিনিধি এবং বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের সাথে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে বলেন, তারা আইনের খেলাফ করেছে।

ইসলামি কিতাব, বয়ান ও মালফূযাতের অন্যন্য অ্যাপ

যে সব মাদরাসা আইনের খেলাফ করেছে, তাদের নোটিশ দিয়ে জানানো হয় তারা দাওরা হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

তিনি জানান, বিগত পরীক্ষায় মাদরাসাগুলো যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে এবারও তাদের সেই বোর্ড থেকে পরীক্ষা দিতে হবে।  বোর্ড পরিবর্তন করা যাবে না। এরকম আইন রয়েছে।

৫১ শিক্ষার্থী এখনও যদি বেফাক থেকে পরীক্ষা দেয়, তারা পরীক্ষা দিতে পারবে। অন্যথায় এ ব্যাপারে হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষের কোন দায় থাকবে না বলেও জানান মাওলানা আবদুল কুদ্দুস।

জোড় ও ইজতেমার বিষয়ে কাকরাইল শুরার নতুন সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ