বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ শিক্ষার্থীকে আটক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের,টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে অসুদুপায় অবলম্বনের দায়ে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় আকটকৃতদের কাছ থেকে ১০টি ইলেক্ট্রনিক্স ডিভাইস, ১০ টি ডিভাইসের ব্যাটারী, ৭টি ইয়ার ফোন, স্কসটেপ, ১টি পেন ডিভাইস, ডিভাইস ক্যাবল, ডিভাইস পরিধানের জন্য ১টি হ্যান্ড গ্লোবস উদ্ধার করা হয়।

এমসিকিউ পদ্ধতিতে শুক্রবার সকালে ‘এ’ ইউনিট ও বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইল শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মোঃ আফতাব উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার জেলার জাফর আলমের ছেলে মো.ইসতিয়াক আহমেদ, কুড়িগ্রাম জেলার মো. নজরুল ইসলামের ছেলে মো. মোস্তাফিজুর রহমান মিল্টন ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো.মজনু রহমান, সিরাজগঞ্জ জেলার এম. আলমগীর হোসেনের ছেলে মো. জুবায়ের আলম ও মো. আব্দুল মতিনের ছেলে মো. আবু জোবায়ের মামুন, টাঙ্গাইল জেলার মো. জহিরুল ইসলামের ছেলে মো. শাহিন আলম জনি, মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান আহাদ, মো. আবুল হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম ও মো. বাবলু মিয়ার ছেলে মো. নাইবুর রহমান, কুষ্টিয়া জেলার মো. রাশেদুল ইসলামের ছেলে রাফাত বিন রাশেদ, মানিকগঞ্জ জেলার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. হাবিবুর রহমান, ময়মনসিংহ জেলার মো. খোকন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া ও গাজীপুর জেলার বাবুল পালের ছেলে প্রদীপ পাল।

এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মো.আশরাফ হোসেন বলেন, জালিয়াত চক্রের মূল হোতাকে ধরার জন্য অভিযান চলছে। আগামীকালের (শনিবার) ভর্তি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের দুটি ইউনিটের পরীক্ষার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। কোন প্রকার জালিয়াতি ও অসুদুপায় অবলম্বনের সুযোগ দেয়া হয়নি। যারা এর চেষ্টা করেছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

৯ ডিসেম্বর শনিবার সকালে ‘সি’ ইউনিট ও বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu-admission.org থেকে জানা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ