শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আসামের রায়; জীবনে কখনো এতো আনন্দিত হই নি: আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, আমি এ দুই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট তার ঐতিহ্য অনুযায়ী আইনের শাসন ও আইনী স্বচ্ছতার স্বাক্ষর রেখেছে। এ রায়ের ফলে মুসলিম সমাজের ভয় দূর হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।

গতকাল জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সেক্রেটারি ফজলুর রহমান কাসেমি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রায়ের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সাইয়েদ আরশাদ মাদানি বলেন, আজ আমি যতোটা আনন্দিত হয়েছি, আমার সাংগঠনিক জীবনে আর কখনো হই নি। আল্লাহর অনুগ্রহে জমিয়তে উলামায়ে হিন্দ ও তার সেবক ৪৮ লাখ হিন্দু ও মুসলিমের আশ্রয়ে পরিণত হয়েছে। এ সৌভাগ্য আমার পরকালীন মুক্তির উপলক্ষ্য হবে বলে আশা করি।

তিনি আরও বলেন, ‘বর্তমান সমাজে যেখানে ঘৃণার রাজনীতি বিস্তৃত হচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের রায় এ কথার প্রমাণ আগুনে পানি ঢালার লোকও আছে।

জমিয়ত নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় ন্যায়বিচারেরই বিজয়। এর ফলে ভারতে; বিশেষত আসামে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে। ভবিষ্যতে কল্যাণের দরজা খুলে দিবে। সুপ্রিম কোর্টের উপর মানুষর আস্থা বাড়বে।

সাথে সাথে তিনি মামলার আইনজীবীদেরও ধন্যবাদ জানান সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্য।

জমিয়তে উলামায়ে হিন্দ আসামের সভাপতি মাওলানা মুশতাক আনফরও এ রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এ রায় আসামের সাধারণ মানুষ ও ন্যায়বিচারের বিজয়।

আসামে মুসলিম নাগরিকত্ব মামলার জয় ঐতিহাসিক; মাদানি


সম্পর্কিত খবর