সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

‘মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় জামেয়ার হলরুমে এ সংবর্ধনা আয়োজন অনুষ্ঠিত হয়।

জামেয়ার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ একরামুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'সৎ, আদর্শ, মুত্তাকি, সু-নাগরিক গড়ে তুলতে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে নিজেই গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। দেশ ও জাতির জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জনাব আব্দুশ শাকুর, দি সিলেট ইসলামিক সোসাইটির সহকারী সেক্রেটারি জনাব জাহেদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

অনুষ্ঠানে জামেয়ার সাবেক দু'জন সহকারী শিক্ষক মাওলানা মতিউর রহমান ও শাহ আলমকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও, জামেয়ার সাবেক একজন শিক্ষার্থীর মেডিকেলে চান্সপ্রাপ্তিতে তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

সহকারী শিক্ষক মুহাম্মাদ ইমদাদুল হক এর পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে মুহাম্মদ লুৎফুর রহমান, ইসলামী সঙ্গীত পরিবেশন করে সিদ্দিকুর রহমান ইমন ও হুমায়রা আক্তার বুশরা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ